চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করেছেন এবং এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত এই জামিন মঞ্জুর করেন। আত্মসমর্পণের সময় পরীমনি হাস্যজ্জ্বলভাবে আদালতে প্রবেশ করেন।
এর আগে, রবিবার অভিযোগ গঠন শুনানির জন্য দিন নির্ধারিত ছিল, কিন্তু অসুস্থতার কারণে পরীমনি আদালতে হাজির হননি। তার আইনজীবী সময়ের আবেদন করলেও আদালত তা নাকচ করে অভিযোগ গঠন করেন এবং মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেন। একই সাথে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই মামলায় ২০২২ সালের ৬ জুলাই ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাছির উদ্দিন মাহমুদ বাদী হয়ে অভিযোগ করেন। পরীমনিসহ জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়, তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।